দোয়ারাবাজারে পূজা মণ্ডপ পরি-দর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সনাতনধর্মালম্বীদের সর্বোচ্ছ উৎসব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোয়ারাবাজারে সার্বজনীন পূজা মণ্ডপ ও বিদ্যাজননী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

ডিআইজি মুশফেকুর রহমান সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে ডিআইজি সিলেট তাকে স্বাগত জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো.তোফায়েল আহমদ , এসপি (
ছাতক-দোয়ারা) সার্কেল মো.আ: কাদের ও দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।

এসময় রেঞ্জ অফিস,জেলা পুলিশ এবং থানা পুলিশের কর্মকর্তারা ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ

,সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমদ,প্রচার সম্পাদক জহিরুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *