চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলার হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এবং সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চারঘাট উপজেলার সকল মন্দির পরিদর্শন কালে তিনি বলেন, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির তামাম দুনিয়ার ইতিহাসে বিরল।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।
তিনি আরও বলেন, অতীতের মতো এবারো যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর নিকট উদাত্ত আহ্বান জানান।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সেক্রেটারি ও আসন্ন চারঘাট উপজেলাপরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন চারঘাট উপজেলাপরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন স্থানীয় নির্বাচন পরিষদে চারঘাট ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম, পৌরসভা ও ইউনিয়নের আমীরসহ শত-শত নেতৃবৃন্দ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী
Leave a Reply