রংপুরে সাং-বাদিক নি-র্যাতন মা-মলার আ-সামীদের গ্রে-ফতারের দাবিতে ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুরে গণমাধ্যমকর্মীরা ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে সাময়িক বদলি করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ৭ দিনের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সাথে যা ঘটেছে তা মোটেও কাম্য নয়। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যেন কেউ সাংবাদিকদের উপর এ ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে সিটি করপোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাদলসহ সাংবাদিক সমাজ মামলা দায়ের করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *