মানবকণ্ঠের ১৪ বছর পূর্তি:পাঠক, সুশীল সমাজ ও সাংবাদিকদের মিলনমেলা চট্টগ্রামে

শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে:দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে পাঠক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নুর। সঞ্চালনা করেন প্রেস ক্লাব সদস্য নজরুল ইসলাম।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমারদেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কিরন শর্মা, দৈনিক পূর্বদেশ বার্তা সম্পাদক আবু মোশারফ রাসেল, চট্টগ্রাম এডিটরস ক্লাব সভাপতি এম. আলী হোসেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দার, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, চসিকের সাবেক প্যানেল মেয়র নিয়াজ খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মানবকণ্ঠের চট্টগ্রাম স্টাফ কোয়ার্টারের দিদারুল আলম, মনিরুজ্জামান টিটু, মো. হোসেন, লায়ন ইমরান, নূর হোসেন, মামুন খান, শিক্ষাবিদ নজরুল ইসলাম খান, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আকলিমা আকতার রিমা, ইয়াসমিন আক্তার, শ্রাবণ তাহুরা কলি, সাংবাদিক এম হোসাইন, তৌহিদুল ইসলাম, জাসাস নেতা আমিনুল ইসলাম রিপন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) মহাসচিব এম নজরুল ইসলাম খান, বিজেসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, বিজেসি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন—বেতার ও টিভি শিল্পী বেবি মজুমদার নুপুর, মৌ চৌধুরী, এসকে মানিক, জিলাল উদ্দীন, বাউল মোজাহের, কবি ও আবৃত্তিকার সোমা মুৎসূর্দ্দীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দৈনিক মানবকণ্ঠ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রামজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এ ধরনের সাহসী সাংবাদিকতা জাতীয় ও স্থানীয় কোনো সংবাদমাধ্যম এত দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারেনি।

পাঠক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় রূপ নেয়। মানবকণ্ঠের অনুসন্ধানী সাংবাদিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *