চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেছে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্গাপূজা মহা সপ্তমীর দিন বিকেলে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন, সরদহ ইউনিয়ন ও চারঘাট পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন কালে সাথে ছিলেন, চারঘাট সার্কেলের এ এস পি খালেদ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান ও এস আই বজলুর রহমান।
পূজা মন্দির পরিদর্শন কালে পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রত্যেকটি পূজা মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং শান্তি পূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে আশা প্রকাশ করেন।
এদিকে, চারঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা পরিদর্শন করেন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।
পরিদর্শন কালে, খোর্দ্দগোবিন্দপুর কালী মন্দিরে এসে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সাথে মতবিনিময় হয়। এ সময় তিনি দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।
Leave a Reply