চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে “যুব সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এবং ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ কামরুজ্জামান রায়হান।
উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
অতিথিবৃন্দ যুবক দের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।
প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং যুবকদের নেতৃত্বে জামায়াতকে আগামীদিনে বিজয়ী করতে আহবান জানান।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী
Leave a Reply