রামগড় প্রতিনিধি
রামগড় উপজেলা ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়।
অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ) ও (ঘ) এর অপরাধে মো: আবুল কাশেম নামের ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ড অনাদায়ে আসামীকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। একিসাথে অবৈধভাবে উত্তোলনকৃত ৩৭০০ ঘনফুট বালু জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জনান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশসহ আশেপাশের ভূমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের জীবন ও জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ এমদাদ খান
রামগড় প্রতিনিধি
Leave a Reply