সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেনবাগে মে-ধা উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান এবং সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে “গোল্ড মেডেল” প্রদান অনুষ্টান, সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদূর রহমান রাকিবের সঞ্চালনায় ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক- শিক্ষানুরাগী জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম,
সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, প্রধান উপদেষ্টা সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সিইও, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি জনাব আলহাজ্ব আবদুস সাত্তার, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জনাব মাষ্টার মনিরুল ইসলাম,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাষ্টার আমিন উল্যাহ বিএসসি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি,সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক-অভিভাবিকা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *