পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ৪৭ পিচ ইয়া-বাসহ গ্রে-প্তার এক

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।।

খুলনার পাইকগাছা কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে ৪৭ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মো. জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহলের সময় কপিলমুনি ইউপির উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ফকির (২০) কে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করে।

এএসআই শাহিনুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে থানা ওসি মো. রিয়াদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তার ই অংশ হিসেবে সন্দেহজনক ঘোরাঘুরির সময় ফয়সাল ফকিরকে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৪৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজগর হোসেন জানান, আটককৃতকে থানায় পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *