খাইরুল ইসলাম মুন্না।।
ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা এর উদ্যোগে এবং VSO Bangladesh এর সহায়তায় Volunteering for Development Programme in Bangladesh এর আওতাধীন ACTIVE PROJECT এর অধীনে স্পোর্টস সামগ্রী ও IEC সামগ্রী বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।
কার্যক্রমটি সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ (প্রাইমারি শাখা) এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় (সেকেন্ডারি শাখা)-এ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আনন্দমুখর করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা থেকে সভাপতি ইত্তেকাফ দিনার আপেল, সাধারণ সম্পাদক রিজওয়ান আহমেদ, সদস্য আবু শাফায়েত, সুশ্মিতা দেবনাথ, নাবিলা তাবাসসুম, রাসেল রানা এবং সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রীর মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত হবে এবং IEC সামগ্রী ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা সম্পর্কে আরও অবগত হতে পারবে।
ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা বিশ্বাস করে, ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনে তরুণদের নেতৃত্ব অপরিহার্য ভূমিকা পালন করবে।
Leave a Reply