আরিফ রববানী ময়মনসিংহ।।
চলতি বছরের গত ৬ মাসে ৯১টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা। একই সাথে অনলাইন আর্থিক প্রতারণার ৯০,৪৫০/- টাকা এবং ০২ টি হ্যাক হওয়া ইমো ও ফেসবুক আইডি উদ্ধার করেছে এপিবিএন।
উদ্ধারকৃত হারানো মোবাইল ও বিকাশ/নগদে হারানো অর্থ বিতরণ সক্রান্তে সাইবার ক্রাইম সেল এপিবিএন মুক্তাগাছা আয়োজিত এক প্রেস ব্রিফিং এর এসব তথ্য জানান ২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিন।
এপিবিএন সুত্র জানিয়েছে-২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও ম্যাসেঞ্জার গ্রুপ, ই-মেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মাধ্যমে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপিসমূহ তদন্ত করে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব হারানো মোবাইল, প্রতারণার অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা কার্যালয়।
২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিন বলেন, ২ এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো মোবাইল ফোন উদ্ধার করে থাকে। আমরা বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকি। বিশেষ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ডিভাইসটি। তবে এই অতিপ্রয়োজনীয় ডিভাইসটি যেকোনো সময় হারিয়ে যেতে পারে। চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন-চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন। এসব বিবেচনায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ২ এপিবিএন একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় গত ৩১শে জুলাই-২৫ তারিখে দায়ের করা ১৫২৬ নং জিডির বাদী জানায় ১১ মাস আগে জিডি করে থানায় দৌড়াদৌড়ি করে অবশেষে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মুক্তাগাছার মাধ্যম আমার মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। ২ এপিবিএনে যোগাযোগ করলে আমার মোবাইলটি উদ্ধার করে। এতে আমার কাছ থেকে কোন চার্জ বা টাকা পয়সা নেয়নি পুলিশ।’ এ সময় মোবাইল ফিরে পেয়ে ২ এপিবিএনকে ধন্যবাদ জানান তিনি।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন এর উপস্থিতিতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং-২১০, তারিখ- ২৩/০৯/২০২৫ খ্রিঃ মূলে উদ্ধারকৃত বিভিন্ন কোম্পানির ৯১ (একানব্বই) টি হারানো মোবাইল ফোন, বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৯০,৪৫০/- (নব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা এবং ০২ টি হ্যাক হওয়া আইডি প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউএম), পুলিশ পরিদর্শক(সশস্ত্র) (এ্যাডজুটেন্ট), এসআই (নিরস্ত্র) অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের এএসআই (নিরস্ত্র)সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply