সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার স-মাপনী

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেল ৪টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক , উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ। ২ দিনব্যাপী সুজানগরে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডফল, কাবাডি, দাবা ও সঁাতার সহ বিভিন্ন ইভেন্টে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে। এ সময় তিনি আরো বলেন, ক্রীড়াই পারে তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও সকল অশুভ পথ থেকে দূরে রাখতে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। সুজানগর উপজেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই আমাদের প্রত্যাশা বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *