স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী ও উৎসাহিত করতে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ ওবায়দুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষকদের সম্মান দেওয়ার কথাটা এখন সমাজে খুব একটা প্রচলন নেই বললেই চলে। আজকের এই শিক্ষক সম্মাননা আয়োজন আশার আলো দেখাচ্ছে। শিক্ষকেরা পথপ্রদর্শক, ড্রিম চেঞ্জার ও অনেক কিছু। আমরা এনালগ থেকে ডিজিটাল হয়েছি, ডিজিটাল থেকে এআইয়ের যুগে এসেছি। যুগ পরিবর্তন হলেও শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক থাকবেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।
বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে যে শিক্ষকেরা ক খ গ ঘ কিংবা এ বি সি ডি যেভাবে শিখিয়েছেন, এটা দুঃসাধ্য এক কাজ। তাঁরা যে পরিশ্রমটা করেছেন, মা-বাবার পরেই কিন্তু তাঁদের স্থান। এটা ছোটবেলায় মা-বাবার কাছে সবাই শুনেছেন। যখন সবাই বড় হয়েছেন, তখন উপলব্ধি করেন, কথাটা শতভাগ সত্য।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তাঁরাই জাতির ভবিষ্যৎ শিশুদের জ্ঞান, নৈতিকতা, ও সৃজনশীলতার ভিত্তি স্থাপন করেন এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করেন। একটি উন্নত জাতি গড়ে তুলতে প্রাথমিক স্তরের শিক্ষকদের পর্যাপ্ত সম্মান, মর্যাদা, ও বেতন নিশ্চিত করে মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করা জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন,মোহাম্মদ জহিরুল ইসলাম,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মো: হারুন সিকদার,রুবি খান,আশীষ কুমার তরফদার,মিতালী বণিক,মো: সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply