ময়মনসিংহ সদরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বি-তরণ

আরিফ রববানী ময়মনসিংহ।।
:ময়মনসিংহের সদর উপজেলায় ৫২তম জাতীয় স্কুল ,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,জেলা।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফন নাহার
প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের উদ্যেশ্য করে বলেন- তোমরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলা শারীরিক গঠনে সাহায্য করে এবং খারাপ চিন্তা ভাবনা থেকে দুরে রাখে। শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। এতে যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। তিনি বলেন, জয় পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পায়। নিয়মিত খেলাধুলা করলে ছেলেমেয়েরা মাদকসহ নানা রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। তাই তাদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মোবাইল আসক্তি এড়িয়ে বেশী বেশী লেখাপড়া ও খেলাধুলা করতে পরামর্শ প্রদান করেন তিনি।

কমিটির সদস্য সচিব জানান, এবার তিন দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে বালক-বালিকাদের জন্য পৃথক পৃথকভাবে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, দাবা, মুক্ত সাঁতার, চিৎ সাঁতার,বুক সাঁতার,প্রজাপতি সাঁতার, মিডলে রীলে সাঁতার প্রতিযোগিতা ছিল অন্যতম।

আলোচনা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জান গেছে,উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়ার শিক্ষার্থীরা এরপরে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকারসহ উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *