ময়মনসিংহে পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষো-ভ মি-ছিল- সমাবেশ

আরিফ রববানী-ময়মনসিংহ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, নির্বাচন সংস্কার, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকালে নগরীর বড় মসজিদ চত্বরে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মিছিল পুর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর ৪ আসনের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ৷
তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে। এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ। এই দলগুলোর রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পক্ষে কথা বলে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় তিনি ঘোষণা দেন, পাঁচ দফা দাবিতে যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরের সেক্রেটারী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,
পেশাজীবী অধিকার পরিষদ এর ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান,সদর উপজেলার সভাপতি মোর্শেদ রানা,সাধারণ সম্পাদক আল আমিন,সহ সভাপতি হাফেজ হাবিবুল্লাহ ও মাওঃ মামুনুর রশীদ সিদ্দিকী, মাওলানা ফজলুল করীম।

এছাড়াও আরও বক্তব্য রাখেন আই.এ.বি. জেলা উত্তর, দক্ষিণ ও নগর নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *