আরিফ রববানী ময়মনসিংহ।।
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনে জনসমুদ্রে পরিনত হয় ফুলবাড়ীয়ার রাজপথ। মিছিলটি শহরের চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত গোটা ফুলবাড়ীয়া।
এর আগে চত্বর প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে, এবং ছোট বড় সকল রাজনৈতিক দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
তারা আরো বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একতরফা নির্বাচন পদ্ধতি দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের মতামত প্রতিফলিত করার জন্য অনুপাতভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যমান একক ভোট পদ্ধতিতে অনেক ভোটের কোনো প্রতিফলন থাকে না। তারা দাবি জানান, দ্রুত সংবিধান সংশোধন করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এসময় তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারী প্রদান করেন।
Leave a Reply