মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয়। সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় দলটির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে দলীয় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় পঞ্চগড় জেলা শাখার সভাপতি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামের ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তারই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। আজকে যারা বলে পিআর খায়না মাথায় দেয় তারাতো তত্বাবধায়ক সরকারও বুঝতোনা। জণগণের দাবিতে ও আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়। পরে সেই দাবিতে নির্বাচনের জন্য তারাই আন্দোলন করেছিল। তারা যদি পিআর বুঝতো তাহলে ডাকসু, জাকসুতে তাদের এই করুণ পরিণতি হতোনা।
বক্তারা আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
৫ দফা দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারী দেন বক্তারা।
পঞ্চগড়ে জামায়াত’র বিক্ষো-ভ মিছিল ও স-মাবেশ

Leave a Reply