ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নলছিটিতে বর্ণাঢ্য গণসমা-বেশ ও মিছিল

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর এক বিশাল বর্ণাঢ্য গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ড শহীদ সেলিম চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ সেলিম চত্ত্বরেই শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। তাদের প্রধান দাবি— প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা ডা. মোঃ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, “পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। আগে রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন—এই মূলমন্ত্র অনুসরণ করতে হবে।” তিনি আরও যোগ করেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র বিপন্ন হবে।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহাজালাল হোসাইন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাদার, মাওলানা মোঃ জাকির হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির মৃধা, মোহাম্মদ মুসা সরদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *