হেলাল শেখঃ ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে নাসা গ্রুপের শ্রমিক দ্বারা সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টিকারী মূলহোতাকে গ্রেফতার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫ইং) সকালে এ বিষয়ে ডিবি পুলিশ নিশ্চিত করেন, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম অফিসারের সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৪/০৯/২৫ খ্রি. তারিখ ২১:২৫ ঘটিকায় আশুলিয়ার জামগড়া এলাকা হইতে নাসা গ্রুপের শ্রমিক দ্বারা সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টিকারী, উস্কানিদাতা ও মূলহোতা ০১। মোঃ টিপু সুলতান (৩০) কে গ্রেফতার করেন। টিপু সুলতান মোঃ আবু হানিফের ছেলে। তার গ্রামের বাড়ি-পূর্ব মাদলা, থানা-শৈলকোপা, জেলা-ঝিনাইদহ, এ/পি সাং-ইটখোলা, নরসিংহপুর, (নাসু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি জানায়।
Leave a Reply