১৪৪ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা- পাইকগাছায় চলছে শেষ মুহূ-র্তের প্র-স্তুতি

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন চলছে সর্বাত্মক প্রস্তুতি। নগর থেকে গ্রাম সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা তৈরি শেষে এখন সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং দুই অক্টোবর পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।এ উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে নান সাজসজ্জা। মৃৎশিল্পীরাও দিন-রাত প্রতিমাসাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রং-তুলি আর অলঙ্করণে প্রতিমার সূক্ষ্ম শিল্পকর্মে ফুটে উঠছে দেবী দুর্গার অপরূপ রূপ।আয়োজকরা জানিয়েছেন,উপজেলায় ১৪৪টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ, আলো ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাইকগাছা এলাকায় পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।উপজেলার গদাইপুর ইউনিয়ানের ভোলানাথ সুখদা সুন্দরি সর্বজনীন পুজা মন্দিরে প্রতিমা তৈরি করছেন কারিগর সাধন সরকার। তিনি বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন সাজসজ্জার কাজ চলছে।পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল জানান, পাইকগাছার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৪টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি, হরিঢালীতে ১৭টি, কপিলমুনিতে ১৭টি, লতায় ১২টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৭টি, গদাইপুরে ৭টি, রাডুলীতে ১৯টি, চাঁদখালীতে ১৫টি ও গড়ইখালীতে ১১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক আনসারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।

ইমদাদুল হক
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *