বিএনপির ৩১ দফা বা-স্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃ-ত্বে লি-ফলেট বিতরণ

এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর,ভাটপাড়া, গুপিনপুরসহ বিভিন্ন এলাকা, স্থানীয় হাট-বাজারসহ বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খানের নেতৃত্বে বুধবার এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় ভোটারদের কাছে। লিফলেট বিতরণকালে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক সেই দাবি সবার কাছে পৌঁছে দেবার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *