এবার শা-ন্তিপূর্ণ ও আ-নন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ময়মনসিংহে অতিঃ পুলিশ সুপার

আরিফ রববানী ময়মনসিংহ।।
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার পুজা মন্ডপগুলোতে ঘুরে-ফিরে খোজ খবর নিচ্ছেন। দেখছেন শেষ পর্যায়ের প্রস্তুতি, জিজ্ঞেস করছেন সমস্যার কথা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর
জুবলীঘাট রঘুনাথ মন্দির, বড় কালীবাড়ী মন্দিরসহ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। এসময় তার সাথে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, পুলিশ মোটরসাইকেল টহলে থাকবে এবং প্রত্যেকটি পূজামন্ডপ সিসি ক্যামেরা আওতায় থাকবে বলে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে কেউ গুজব বা অপপ্রচার চালালে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি-ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য জেলা পুলিশ ইতোমধ্যেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। সব সম্প্রদায়ের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।

পূজামন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন সকল পূজামন্ডপ এর কমিটির লোকজনের সাথে কথা বলেন এবং সকল মন্দিরের সিসি ক্যামেরা গুলো ঠিকমত আছে কি-না সেটার খোজ-খবর নেন ও পূজা তৈরীর কারিগরদের সাথে কথা বলে তাদের কোন সমস্যা আছে কি না- সে বিষয়েও খোঁজ খবর নেন এবং যে কোন বিষয়ে আইনি সহায়তা দিবেন বলেও আশ্বস্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *