হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মখলিছুর রহমানের গ-ণসংযোগ ‎

হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ- ১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মখলিছুর রহমানের পক্ষে শো-ডাউন  মানুষের মাঝে ব্যাপক সাড়া জেগেছে। হবিগঞ্জ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মখলিছুর রহমানের গণসংযোগ, মতবিনিময় ও পথসভা গুলো রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এই নেতা দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে আসার পর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সহ দলীয় কর্মসূচী বাস্তবায়নে তার সক্রিয় প্রচেষ্টা আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
‎বিশেষ করে ১৩ জুলাই ২০২৩ সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগের ফলে উজ্জীবিত হয়ে উঠছেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদী সরকার কর্তৃক গুমের শিকার বৃহত্তর সিলেটের নন্দিত বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহচর মখলিছুর রহমান প্রতিদিন এলাকায় দলীয় কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে নিষ্ক্রিয় নেতাকর্মীদেরকেও জাগিয়ে তুলছেন। তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন বাহুবল নবীগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)
‎বিকেলে বাহুবল উপজেলা সদরে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশ গ্রহণের ফলে গনসংযোগ কর্মসূচী শোডাউনে পরিণত হয় এবং গনমিছিলের দৃশ্য সাধারণ মানুষকে বিএনপির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারির মাধ্যমে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *