সাংবাদিক বাদলকে মা-রধরের মা-মলায় রতন গ্রে-প্তার

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি :
রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুরে জ্যৈষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আদর্শপাড়া গলি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রতন মিয়া রংপুর নগরের শাপলা চত্বর আদর্শ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাইফুল ইসলাম। পুলিশ জানায়, বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

এদিকে সোমবার সকালে সাড়ে ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক সমাজ আসামিদের দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিল। একই সঙ্গে আগামী বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষণা আসে।

জানা যায়, গতকাল রোববার বেলা ১২টার দিকে লিয়াকত আলী বাদল নগরীর কাচারী বাজার থেকে মব তৈরি করে তুলে নিয়ে মারধর ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কক্ষে আটকে রেখে ক্ষমা চাওয়ার অপচেষ্টার ঘটনা ঘটে। লিয়াকত আলী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। তাকে মারধর ও আটকে রাখার ঘটনার প্রতিবাদ জানাতে ওই দিন দুপুর ১টার দিকে প্রতিবাদ জানাতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান এবং সিটি করপোরেশন থেকে বের করে দেন।

এ ঘটনায় গতকাল রোববার রাতে বাদী হয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় ১৪ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশের দ্রুত গ্রেপ্তারকে সাংবাদিকরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে তারা বলছেন, শুধু একজনকে গ্রেপ্তার করলেই হবে না, হামলার সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনতে হবে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন , সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে লাঞ্ছিত করার ঘটনায় রংপুর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় গলি থেকে গ্রেপ্তার করেছি। মামলার এজাহারভুক্ত ৫ নাম্বার আসামি। রতনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *