রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি-ৎসা অবহেলায় এক নারীর মৃ-ত্যুর অভি-যোগ উঠেছে

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ

নিহতের স্বজনদের অভিযোগ, সকাল ১১টা থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসক ছিলেন না। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় চিকিৎসা না পেয়ে মারা যান ওই রোগী। অভিযোগ জানতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে চিকিৎসকেরা পালিয়ে যান। বিস্তারিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড। আহাজারিতে ভেঙে পড়েছেন আয়েশা সিদ্দিকার স্বজনেরা। মাত্র ২০ বছর বয়সী এই তরুণীকে গত বুধবার ভর্তি করা হয়েছিলো। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ডাক্তার ডাকার পরও কেউ আসেননি। অক্সিজেন ও রক্তের ব্যবস্থা করা হলেও সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসা না পেয়ে মারা যান আয়েশা।

নিহতের ভাই রাজু মিয়া বলেন :
“আমরা ডাক্তার ডাকছি সকাল থেকে, কেউ আসে নাই। রক্ত-অক্সিজেন সব ছিল, তাও দেয় নাই। টেস্ট করাইতে করাইতে ৫০ হাজার টাকা গেছে। আমার বোন বিনা চিকিৎসায় মরে গেল।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে চারজন চিকিৎসক দৌড়ে পালিয়ে যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন :
“ওদের ধরে আপনার সামনে আনতে হবে নাকি? কালকে অফিসে আসেন, কথা বলব।”

রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসা সেবার ঘাটতি ও অবহেলায় প্রাণহানি ঘটছে রংপুর মেডিকেলে। তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *