রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপ-র হা-মলার প্র-তিবাদে মা-নববন্ধন

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশনের সংবাদ প্রকাশের জেরে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য অশুভ সংকেত। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হামলাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার করা না হলে রংপুর মেট্রোপলিটন কমিশনার অফিস ঘেরাও করা হবে সেই সাথে মানববন্ধন থেকে রংপুর সিটি করপোরেশনের ইতিবাচক সংবাদ বর্জন করার ঘোষণা দেয়া হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *