ভালুকায় মহাসড়কের পাশে অ-বৈধ স্থাপনা ও দোকান উচ্ছে-দ অ-ভিযান

আরিফ রববানী ময়মনসিংহ।।
যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি কমিয়ে নিরাপদ সড়ক উপহার দেওয়ার লক্ষে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মহাসড়কের পাশের বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান সড়কের পাশ দখল করে রাখায় যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রুটে। সড়কের পাশে অবৈধ দোকান থাকার কারণে দীর্ঘদিন ধরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধান করতেই আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলাম, স্থানীয় থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *