ধর্ষ-ণ মামলায় গ্রে-প্তার যুবক জামায়াতকর্মী- দাবিতে প্র-কাশিত সংবাদ ভি-ত্তিহীন

বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী দাবি করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা জামায়াত। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন- দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দীনকে গতকাল ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে বাংলা ট্রিবিউনসহ কয়েকটি মিডিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে বলা হয়েছে যা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। অভিযুক্ত জামাল উদ্দীনের সাথে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন রকম সম্পর্ক নেই। তিনি গত বছরের ৩ নভেম্বর জামায়াতের করমী হয়েছিলেন, পরবর্তীতে বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে তাকে এই বছরের ২২ জুন সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া মাদ্রাসা ছাত্রী দাবি করা মেয়েটি জামাল উদ্দীনের বিবাহিত স্ত্রী। স্থানীয় মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় নোটারী পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিড করে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয়। মূলত গত এক বছর যাবত ভরণ-পোষণ না দেওয়ার কারণে মেয়েটির নানি পরিকল্পিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে।
মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, জামালকে গ্রেপ্তারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী। যা সবৈর্ব মিথ্যা ও বানোয়াট। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী। আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদ প্রচার করবেন। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোন সংবাদ প্রচারের আগে প্রকৃত বিষয়টি যাঁচাই-বাছাই করে তা প্রচার করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাট্রিবিউন ও দেশ রূান্তরসহ কয়েকটি গণমাধ্যমে ‘ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে স্থানীয়দের বরাতে উল্লেখ করা হয়, জামাল উদ্দীন আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীতে যোগ দেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *