খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘যারা পূজা মণ্ডপে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর শহরের জাহাজ কম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সারা দেশে ৩৫ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপসহ দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’
র্যাব প্রধান বলেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার ওপর জোর দেন তিনি। তার মতে, প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply