দুর্গাপূজায় স-র্বোচ্চ নি-রাপত্তা ব্যবস্থা থাকবে মন্ডপগুলোতে: ময়মনসিংহে পুলিশ সুপার

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেছেন, এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে পূজা মন্ডপ গুলোতে। যে কোন ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পএজা মন্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দকে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলার ৭৮১টি পূজা মন্ডপের মধ্যে প্রতিটিতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম, স্ট্রাইকিং রিজার্ভ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। এসময় তিনি আরো বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ রয়েছে। আমরা চাই পূজা হোক আনন্দ-সম্প্রীতির প্রতীক, কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে। গুজব কিংবা অপপ্রচারের মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

গুজব প্রতিরোধে পুজা উদযাপন কমিটি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন দুর্গাপূজাকে কেন্দ্র করে মিথ্যা বা উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে কোনো ভ্রান্ত তথ্য বা অপতৎপরতা খুঁজে পান, তাৎক্ষণিকভাবে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

পূজামণ্ডপগুলোতে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে মণ্ডপগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম চলছে, এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, যাতে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার,
,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *