খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলার লটারির টিকিট বিক্রির অপরাধে মেহেদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেল ৪টার সময় মেহেদুল ইসলাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। মেহেদুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার টিকিট গোপনে বিক্রি সময় বালাবাড়ি এলাকার লোকজন তাকে আটকে রেখে মুঠোফোনে আমাকে জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থ দন্ড দেওয়া হয়।
Leave a Reply