খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে নয়ন মিয়া (২১) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়ন মিয়াকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। নয়ন মিয়া উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের দারগাপাড়া নেকিরহাট এলাকার নয়া মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া ওই ছাত্রীকে যৌন হারানি করে। এলাকার লোকজন তাকে আটকে রেখে মুঠোফোনে আমাকে জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থ দন্ড দেওয়া হয়।
নয়ন মিয়ার মানসিক সমস্যা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক মনে হয়েছে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নয়ন মাদকাসক্ত।
Leave a Reply