বানারীপাড়া প্রতিনিধি//
বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপরিস্থিতির কারণে সার্বিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন এর অনুমোদিত পরিপত্রের মাধ্যমে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিপত্রের আদেশ অনুযায়ী চাখার ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ’কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯শে সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়ার নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।
জনগণের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের ২ ও ৩ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার চাখার ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের উপস্থিতিতে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস,সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি,সাংবাদিক ও ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন শিকদারসহ অন্যান্যরা।
নব নিযুক্ত প্রশাসক তনয় সিংহ বলেন, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাধারণ জনগণের সেবা দানে সর্বোচ্চ সচ্ছতার সাথে ভূমিকা রাখার চেষ্টা করবো।দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply