শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এ সভা হয়।
সভায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতলবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেতারা আলো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের ছবিসহ পরিচয়পত্র ব্যবহার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও বিকল্প জেনারেটর প্রস্তুত রাখা, আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল নম্বর টাঙানোসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নামাজ ও আজানের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা, ধর্মীয় গান ছাড়া অন্য কোনো গান উচ্চস্বরে না বাজানো, লটারি-জুয়া-মাদক নিষিদ্ধকরণ এবং অগ্নি-নিরাপত্তায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ বছর মোরেলগঞ্জ উপজেলায় ৭৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারি সহায়তায় ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট ৩৬.৫ টন চাল হিসেবে বিতরণ করা হবে।
জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দেন। পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুভাশচন্দ্র হালদার ও অন্যান্য নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন।
Leave a Reply