চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব পড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলা পিএফজির সমন্নয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পিএফজির বিভাগীয় সমন্নয়কারী শফিকুর রহমান, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি এখলাক হোসেন লাভলু, উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন।
এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য, শাহাদাতুজ্জামান রিমন, মৌসুমী দাস, পিন্টু আলী, মকুল, আঁখি, বন্যাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।
Leave a Reply