খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধরের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে রংপুরে। এ ঘটনার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতে গেট বন্ধ করে রসিকের কর্মচারী আরেক দফা হামলা চালায় এবং সাংবাদিকদের হেনস্থা করে সিটি করপোরেশন থেকে বের করে দেয়। এ সময় আরও দুইজন আহত হন।
আজ রোববার বেলা ১টা দিকে রংপুর সিটি কর্পোরেশনে এ ঘটনা। দুপুর ১২টার দিকে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে তুলে নিয়ে যায় রকি ও তাঁর লোকজন। ঘটনা জানাজানি হলে সিটি করপোরেশন ছুটে যান রংপুরের কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতারা।
বক্তারা জানান, সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অবিলম্বে প্রধান নির্বাহী উম্মে ফাতেমার প্রত্যাহার ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
আগামী সোমবার সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। ইতোমধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচির পালন করছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি । সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের আইনে আওতায় আনা হবে । ইতিমধ্যে এক জনের নাম জানতে পেরেছি।
Leave a Reply