September 19, 2025, 3:59 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের চকলেট ও খেলনার আশ্বাসে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে মামলা হওয়ায় হুমকি-ধামকি দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।
গত ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্র ও পরিবারটি অভিযোগ থেকে জানা যায়, শিশুটি এখনও ভয়ে আঁতকে উঠছে। খেলনা ও চকলেট দেয়ার কথা বলে মুসলিম পরিবারের ওই শিশুটিকে বাড়ির পাশের এক হলুদ ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে প্রতিবেশী কণিক রায় নামে এক সনাতন ধর্মের যুবক। শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করলে- পরিবারের সদস্যরা এগিয়ে যায়। এ সময় কণিক রায় পালিয়ে গেলে দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতেই চিকিৎসা করান। পরে অবস্থার উন্নতি না হলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।
এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও শিশুটি এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে তার পরিবার।

এ ঘটনায় বুধবার রাতে ওই যুবককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছে শিশুটির বাবা। তবে মামলার পর থেকেই সমঝোতার জন্য ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
শিশুটির বাবা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি মামলা করেছি বলে স্থানীয় নেতাদের দ্বারা সমঝোতার জন্য আমাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমি বলে দিয়েছি, আমি কখনোই সমঝোতায় যাবো না। আমার অবুঝ মেয়েকে ডেকে নিয়ে যে এমন পাশবিক নির্যাতন করেছে আমি ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়েছে। এখানে অন্য কোনো ইস্যু নেই। অভিযুক্ত তরুণ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’