রংপুর হা-রাগাছে আলেফ উদ্দিন প্রিমিয়ার লীগের মেগা ফুটবল খেলার ফাইনাল অ-নুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছপৌরসভা এলাকার আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে আলেফ উদ্দিন প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়াবাজার কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলিমুল রেজা খান জুয়েল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি লেখক সাংবাদিক এম এ শোহেব দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুদার রহমান খেলায় ডার্ক নাইট ক্লাব ও বার্ডস এয়ারওয়েজ ঢাকা।
খেলায় বার্ডস এয়ার ওয়েজ ঢাকা ২-০ গোলে জয় লাভ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন। চমৎকার উপস্থাপনায় ছিলেন মাইদুল ইসলাম ও আবেদ আলী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *