September 18, 2025, 5:23 pm
সাব্বির হোসেন,বানারীপাড়া//
আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলায় এই বছর ৫৭ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন – নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া,সহ-সভাপতি গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার), সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন,জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম,ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমদ্দার, সাংবাদিক সহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের শারদীয় দূর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এছাড়াও তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর থাকবে বলে জানান। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন করা হবে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”
এই সময় অতিথিরা বলেন, “শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দূর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।