September 17, 2025, 5:33 am
হেলাল শেখঃ সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা ও ৫টি ডাকাতি মামলার আসামি রুহুল আমিনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, রুহুল আমিন একজন দূর্ধর্ষ ডাকাত এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রুহুল আমিনকে সিরাজগঞ্জে হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব।