এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর পৌর শহরের বাস টার্মিনাল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি এলজি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌর এলাকার পরিত্যাক্ত বাস টার্মিনাল এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। থানার ওসি মজিবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় তৈরি অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্র থানা হেফাজতে রাখা হয়েছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে । অস্ত্রটির প্রকৃত মালিক ও ব্যবহারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।অবৈধ অস্ত্র উদ্ধারে এমন অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply