September 16, 2025, 6:42 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার সুজানগরে প-রিত্যক্ত অবস্থায় অ-স্ত্র উ-দ্ধার নতুন জীবন পেল সুজানগরে শি-কারির ফঁা-দে আট-কা ৪৫টি পাখি পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার ৩ শত পরিবার দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘু-ষের রা-জত্ব
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ

পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

পাইকগাছায় মাছের ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘেরের আইলে সবজি চাষ করে কৃষকরা স্বাবলম্বী হয়েছেন। ঘেরে চিংড়ির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাদা মাছের চাষ। আর সাদা মাছ চাষ হওয়ার পাশাপাশি বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। ক্রমেই বাড়ছে এই চাষ পদ্ধতি। ফলে উপজেলায় সমন্বিত সবজি চাষে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ফলে উপজেলা বর্তমানে ঘেরের আইলে সবজি চাষ বাড়ছে ও জনপ্রিয় হয়ে উঠেছ।কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মাছের ঘেরের আইলে ২৩৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এসময় ঘেরের পানি মিস্টি থাকে। উপজেলার লতা, দেলুটি, গড়ুইখালী,কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ানের বিভিন্ন মাছের ঘেরের আইলে সবজি চাষ শুরু হয়েছে। ঘেরের আইলের উপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে অফ সিজন তরমুজ, করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিংগা, ধুন্দল আর শসা আর নিচে মাছ। আইলে উপরে রয়েছে ঢেঁড়শ, পুঁইশাক ও কলাগাছ।উপজেলার গদাইপুর ইউনিয়ানের পুরাইকাটি বিলে ৮ বিঘা ঘেরের আইলে সবজি চাষ করেছেন পুরাইকাটি গ্রামের শেখ আহসান উল্লাহ। তিনি ঘেরের আইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও জাল দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করা হয়েছে। তারপর সবজির আবাদ করে বাড়ন্ত গাছ মাচার ওপর ছড়িয়ে দেওয়া হয়। এতে কম জায়গায় ও অল্প পরিচর্যায় ভালো ফসল পাওয়া যায়। ঘেরের আইলের ওপর নির্মিত সারি সারি মাচায় ঝুলছে অফ সিজন তরমুজ, কুমড়া, করলা, লাউ, বরবটি, চিচিংগা, ধুন্দল, শসাসহ বিভিন্ন সবজি। আইলে উপরে রয়েছে ঢেঁড়শ, পুঁইশাক ও কলাগাছ। মাচায় ঝুলছে লাভজনক সমন্বিত সবজির ফসল ও নিচে পানিতে মাছ। তিনি জানান, বিষ মুক্ত সবজির চাহিদা থাকায় এলাকার ব্যবসাহীরা ক্ষেত থেকে সবজি ক্রয় করে নিয়ে যাচ্ছে।উপকুলে প্রাকৃতিক দূর্যোগ লেগেই থাকে। অতি বৃষ্টি, জলোচ্ছ্বাস,ও নদী ভাঙ্গন ও জলবদ্ধতায় অনেক অঞ্চল প্লাবিত হয়ে থাকে। এতে কৃষির চরম ক্ষতি হয়। এতে সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। এসব অঞ্চলে ঘেরের আইলে সবজি চাষে ভাল উৎপাদন হওয়ায় কৃষকরা ঘেরের আইলে সবজি চাষে আগ্রহী হচ্ছে।উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন, উপকূলীয় এ উপজেলায় মাছের ঘেরের আইলে বিভিন্ন প্রকারের সবজি চাষ করছেন কৃষকরা। তাদের অল্প পুঁজিতে অনেক লাভের ফলে উৎসাহিত হয়ে এখন সমন্বিত এই চাষের দিকে ঝুঁকছেন অনেকে। এসব কৃষকদের প্রশিক্ষনের পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেয়া হয়। এছাড়াও কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হয়। ঘেরের আইলে বিষ মুক্ত সবজি উৎপাদন হচ্ছে। ঘেরের আইলে সবজি চাষ করে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেরকঃ
ইমদাদুল হক
পাইকগাছা খুলনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD