September 15, 2025, 4:49 pm
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতা আয়োজনে ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৪০০ টি ছাগল, ৪ ০০ টি ঢেউটিনসহ উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ( সোমবার) সকাল ১০ টায় এই বিরতন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ হেমরম, ভি.এস ডা.ওয়ারেস উল হক, এল.ই.ও ডা. আরিফুল হক প্রমূখ।
প্রধান আতিথির বক্তব্যে শামসুল ইসলাম বলেন, বর্তমান সরকার সবাই দেশের উন্নয়ন করতে চান। কোন গোষ্ঠীকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভাব নয়। পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে সরকার এ ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন। যারা উপকারভোগি আজকে ২ টি করে ছাগি পবেন তারা অবশ্যই এগুলি সেবা যত্ন করে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবেন। কোনভাবেই নষ্ট বিক্রি করা যাবে না।
সভাপতির বক্তব্যে ডা. শায়লা শারমিন বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে ইনসাল্লাহ ।
প্রকল্পের আওতায় সুফলভোগীদের ২০০ পরিবারের মাঝে ৪০০ টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ টি করে ছাগল সরবরাহ করেছেন। এছাড়াও ২৫ কেজি করে ৫০০০ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪ টি করে ৮০০টি সিমেন্টের পিলার, ২ টি করে ৪০০টি টিন এবং ৫ টি করে ১০০০ টি ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত ছাগী ও উপকরণ পেয়েছেন উপজেলার মাটিকাটা ইউনিয়েনের ভাজনপুর গ্রামের আদিবাসী শ্রীমতি পদ্মাবতী রানি তিন হাসিমুখে এ প্রতিবেদককে বলেন, শায়লা ম্যাডাম খুব ভাল মনের আমরা যখনই পশু চিকিৎসার জন্য অফিসে আসি তখনই আমাদের সাথে ভালভাবে কথা বলেন, ওষুধ দেন। আমরা মাঠেঘাটে কাজ করে সংসার চালাতে হিমসিম খাচ্ছি । এমন সময় ২ ছাগি, খাদ্য উপকরন পেয়ে দারুন খুশি, আমাদের মাঝে পূজোর মত আনন্দ লাগছে এককই মন্তব্য করেন, শ্রীমতি শংকরী।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী