September 15, 2025, 3:15 pm
রফিকুল ইসলাম,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ চরমোন্তাজ ফাঁড়ির সহযোগিতায় রাঙ্গাবালী ও গলাচিপা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি অবৈধ ট্রলিং বোটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর ও যৌথবাহিনী স্পিডবোটযোগে অভিযান পরিচালনা করে। এসময় চরমন্ডল লঞ্চঘাটের পশ্চিম দিকে তেঁতুলিয়া নদী থেকে এফবি সীতারাম-৩ নামের একটি আর্টিসানাল ফিশিং বোট আটক করা হয়। বোটে অবৈধ বেগুনি রঙের বেহুন্দি জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন আটককৃতরা। অভিযানকালে ট্রলিং বোটসহ বোটে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।
গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রাঙ্গাবালী দায়িত্বপ্রাপ্ত মো. জহিরুন্নবী বলেন,মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।