September 15, 2025, 3:14 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ (সাধারণ ও বিএমটি) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোসা. আমাতুল মেহেদী বেগম। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, অতঃপর অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বিএমটি শাখার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান মিন্টু, জিবি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মোঃ নূরে আলম রিপন, সিনিয়র প্রভাষক আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেন, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর মোঃ তহছেন আলী। এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।