September 13, 2025, 11:55 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
প্রধান বক্তা ছিলেন সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা দক্ষিণ যুবদল এ্যাডঃ এইচ এম তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স
সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ্যাডঃ ইউনুস আলী রবি
ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল জেলা দক্ষিণ যুবদল মামুন রেজা খান
প্রাক্তন ছাত্র ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রকিবুল হাসান খান
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—
১. জনাব মোঃ আবদুল আজিজ খান
২. মোঃ আব্দুল বারী তালুকদার
৩. মোঃ ওয়াজেদ আলী শরীফ
৪. মোঃ আলী আহম্মেদ হাওলাদার
৫. মোঃ বজলুর রহমান
৬. মোঃ আব্দুল হাই হাওলাদার
৭. মোঃ আমির হোসেন
৮. মোঃ আব্দুর রাজ্জাক শরীফ
৯. শিশির কুমার মুখার্জী
১০. অশোক কুমার মন্ডল
১১. খোকন চন্দ্র দাস
১২. মোঃ রফিকুল ইসলাম
১৩. মোঃ আছাদউজ্জামান খান
১৪. মোঃ নুরুল আলম শরীফ
১৫. এস এন কিউ জুলফিকার আলী
১৬. মোঃ নুরে আলম জমাদ্দার
১৭. রনজিৎ কুমার মুখার্জী
১৮. মোঃ জাহাঙ্গীর আলম
১৯. আঃ হক হাওলাদার (মোয়াজ হাওলাদার)
এসময় আরও উপস্থিত ছিলেন—
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ আসিফ সিকদার
অনুষ্ঠানকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় ও প্রাণবন্ত।