September 13, 2025, 11:51 pm
হারুন অর রশিদ।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদরাসায় মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় ভুজনা কালিকাপুর খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদরাসা কক্ষে ডা. আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক হাফিজ খালেদ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষায় উচ্চতর ডিগ্রী নিতে মাদরাসায় পড়ান। আলিয়া মাদরাসা গুলো এখন আর পিছিয়ে নয়। আপনাদের সন্তানের কথা চিন্তা করেই খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার তৈরি করা হয়েছে। আপনারা সবাই মাদরাসার দায়িত্ব পালন করলে অচিরেই এর সুফল ভোগ করবেন। এসময় তিনি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হাজী আব্দুর নূর, আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত, নজরুল ইসলাম, আব্দুল মালিক, সাইদ হাসান, মুজিবুর রহমান, কবির মিয়া, নূরুল আমিন, আলি আহমদ, আলি আসকর, আব্দুল জলিল, মাদরাসার শিক্ষক রাকিব হাসান, হাফিজ মাসরুর আহমেদ, মাওলানা হাফিজুর রহমান, হাফিজ খালেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার উন্নয়ন, নতুন একাডেমিক ভবনে স্থানান্তর। স্থানীয়দের মাদরাসার দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহ প্রদান। এছাড়াও মীলাদুন্নবী উপলক্ষে হাম, নাত গজল ও কুরআন তেলাওয়াতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।