September 13, 2025, 11:48 pm
হেলাল শেখঃ সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফল প্রকাশ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫ইং সন্ধ্যায় জাকসু নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়। ১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল) ২/ জিএস- মো: মাজহারুল ইসলাম (ছাত্রশিবির প্যানেল) ৩/এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (ছাত্রশিবির প্যানেল) ৪/এজিএস (নারী)-আয়েশা সিদ্দীকা মেঘলা (ছাত্রশিবির প্যানেল)।
৫/শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (ছাত্রশিবির প্যানেল)৬/পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (ছাত্রশিবির প্যানেল) ৭/সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (ছাত্রশিবির প্যানেল) ৮/সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (ছাত্রশিবির প্যানেল) ৯/সহ সাংস্কৃতিক সম্পাদক-মো: রায়হান উদ্দীন (ছাত্রশিবির প্যানেল)
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (ছাত্রশিবির প্যানেল)
১১/ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র) ১২/সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (ছাত্রশিবির প্যানেল) ১৩/সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (ছাত্রশিবির প্যানেল) ১৪/তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (ছাত্রশিবির প্যানেল) ১৫/সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক-আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (ছাত্রশিবির প্যানেল) ১৭/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (ঠাত্রশিবির প্যানেল)
১৮/স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (ছাত্রশিবির প্যানেল)
১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (ছাত্রশিবির প্যানেল)
২০/কার্যকরী সদস্য—
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (ছাত্রশিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (ছাত্রশিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (ছাত্রশিবির প্যানেল)
নারী-১: নাবিলা বিনতে হারুণ (ছাত্রশিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (ছাত্রশিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (ছাত্রশিবির প্যানেল)। বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, যেখানে ২৪ ঘন্টার মধ্যে ভোট গ্রহণ করে তা গণনা শেষ হওয়ার কথা সেখানে সে সময় অতিবাহিত হয়ে আরও ৩৬ ঘন্টা পার করে ফল ঘোষণা করা হলো।