জামায়াতের নমীনি পরিবর্তনের দা-বীতে ঐক্যবদ্ধ জনতার বিক্ষো-ভ মিছিল ও স-মাবেশ

মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : ১৫০ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী কামরুল হাসান মিলন কে পরিবর্তনের দাবীতে ‘ফুলবাড়িয়া উপজেলা ঐক্যবদ্ধ জনতা’ ব্যানারে অধ্যাপক মোঃ জসিম উদ্দিন এর সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে উপজেলা সদরের চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা মাওলানা ইউছুফ আলী নূরী, সাবেক শিবির নেতা জাকির হোসেন, মোফাজ্জল হোসেন তারা,
বক্তারা বলেন, এক সময়কার জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ। অথচ উর্ধ্বতন নেতাদের বুঝানো হয়েছে তিনি (অধ্যাপক জসিম উদ্দিন) শারীরিকভাবে অক্ষম। এ আসনে জামায়াতের কার্যক্রম সম্প্রসারণের ব্যাপারে তার অবদান অপরিসীম। আমাদের রক্ত মাংসে জামায়াত শিবির মিশে আছে অথচ গতকাল শুক্রবার আমাদের বিরুদ্ধে ময়মনসিংহে জিডি করে ফুলবাড়িয়া থানার পাঠানো হয়েছে। রাতে আমাদের বাসায় পুলিশ গিয়েছিল। আমরা বলেছি, আমাদের শরীরে শিবিরের রক্ত আমরা ফ্যাস্টিট না। বক্তারা হুঙ্কার দিয়ে বলেন, যদি এ আসনে জামায়াতের এমপি হতে চান, তাহলে আমাদের সাথে সমন্বয় করে যেতে হবে, তা না হলে এমপি হওয়ার স্বপ্নই দু:স্বপ্নই থেকে যাবে। উপস্থিতিতে দেখে বলেন, আমাদের প্রথম বিজয় হয়ে গেছে। এখন দ্বিতীয় বিজয় (ঘোষনার বাকী) হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ফুলবাড়িয়ার আসন নিয়ে পুন: বিবেচনার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *