ধীতপুরে বিএনপি নাম ব্যবহার করে স-ন্ত্রাসী কর্মকাণ্ডের প্র-তিবাদে বিক্ষো-ভ মিছিল ও মা-নববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় ধীতপুর এলাকার সাধারণ জনগণের আয়োজনে বিএনপির নাম ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে ধীতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা অভিযোগ করেন, আরমান মীর ও কৃষকদল নেতা ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, নারী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা পলাশ জানান, ওয়াসিকুল বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় লোকজনদের বিভিন্ন ভাবে অত্যাচার করছে। বিএনপি নেতা হয়েও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি করে। নিজেই নিজের অফিস ভেঙে স্থানীয়দের নামে মামলা করছে। তারা ওয়াসিকুল ও আরমান মীরের হাত থেকে মুক্তি চান।

বক্তারা আরও বলেন, ওয়াসিকুল ও আরমান মীরের এমন কর্মকান্ডে বিএনপির সম্মান ক্ষুন্ন হচ্ছে। দল থেকে বহিষ্কারের দাবিও জানান এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন মীর, হাসান, কাজল, সামসু, পলাশ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়াসিকুল ইসলাম নিয়মিতভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *